তামাক আর নিকোটিন মানে হলো সিগারেট,
না করিলে পান,হয়তো মৃত্যুটাও করে লেট।

সিগারেট-
সিগারেট যেন আজ একটা স্ট্যাটাস
মৃত্যুর সময় যাপসা চোখে দেখে লোটাস।

সিগারেট-
মুখে মুখে সিগারেট ফুসফুসে ধোঁয়া,
এটাই কি জীবনের চাওয়া-পাওয়া।

সিগারেট-
কতো আসা কতো স্বপ্ন যায় ভেঙে গুড়িয়ে,
কতো ভালোবাসা কতো প্রেম যায় হারিয়ে।

সিগারেট-