বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা, মনে করেছিলে সব শেষ,
কিন্তু ওরা হয়তো জানেনা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
জন্মলগ্ন শিশুর কান্নার আওয়াজ, বাতাসে খুঁজে বঙ্গবন্ধু,
মুজিব, মুজিব, মুজিব বলে ডাকে এখনো ঐ মহাসিন্ধু।
বাংলার আকাশ, বাতাস, কাঁদা মাটি জল, তোমার পরশে ধন্য,
তোমাকে ভুলে হিরা ফেলে কাঁচ তুলে, আমরা হয়েছি বন্য।
এই শশ্য শ্যামল ফসলে ভরা, তোমার বিশাল হৃদয় মাঠ খানি,
জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিতে চায়, হৃদয়হীন পাষাণী।
তোমার রক্ত এই বাংলার মাটিকে করেছে, সিক্ত উর্বর,
জন্ম হয়েছে আমাদের সে মাটিতেই, তাড়িয়ে দিবো বর্বর।
তুমি চিরঞ্জীব শেখ মুজিব, তুমি অমর, অক্ষয়, চির অম্লান,
বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, জীবন দিয়ে করবো সেই সম্মান।
এক সাগর রক্তের বিনিময়ে কেনা আমাদের, প্রিয় স্বাধীনতা,
বাংলার আপামোর জনতার, মুজিব হলো, অবিসংবাদীত নেতা।
শেখ মুজিবর রহমান থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির জনক,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী তুমি, তুমি স্বাধীনতার ঘোষক।