জীবন যৌবন কেড়ে নিল
সর্বনাশা প্রেম,
ভালবাসা সব মিথ্যা হলো
ইটস এ গেম।
মনটা আমার ভালা নেই
খুঁজে শুধু তারে,
বিরহ বেদনা নিত্য সঙ্গী
উপহাস করে।
প্রেমের ফাঁদে পড়েছে মন
করে আনচান,
সব হারালাম তার তরে
ফেলে অভিমান।
প্রাণটা নিলো মনটা নিলো
প্রেম সর্বনাশা,
প্রেমের জ্বালায় জীবন গেলো
মিছে হলো আশা।
সর্বনাশা প্রেম ভালবাসা
মিথ্যা অভিনয়,
সব হারিয়ে অঙ্গার আমি
কাঁদি অসহায়।