প্রভুর সকল সৃষ্টির মাঝে
মানুষ শ্রেষ্ঠ জাতি,
তাঁরই হুকুম মেনে ক'জন
চলে দিবস-রাতি।
প্রভুর পথে চলি না আমরা
হলাম নরাধম,
সৎ পথ ছেড়ে ভুল পথে চলি
আমরা পাপী অধম।
সৃষ্টির সেরা আমরা মানুষ
দুনিয়ার বুকে,
প্রভুর হুকুম চললে মেনে
থাকবে তুমি সুখে।
প্রভুর ডাকে সাড়া দিয়ে এলাম
সুন্দর পৃথিবীতে,
তারই ইবাদত করবো সবাই
দিন অথবা রাতে।
আল্লাহ তুমি তৌফিক দিও
তোমার হুকুম মানার,
নিয়ম মেনে বিধান জেনে সঠিক
এলেম শিক্ষা জানার।