অন্ধকার ঘরে দীপ জ্বলে,
পুরনো দিনের কাঠের বাক্সে,
ধুলো জমা কলের গান,
আজও শোনায় সুর অকস্মাৎ।
চিত্রিত রেকর্ড ঘুরছে ধীরে,
ছোঁয়ায় তার সুঁচের ডগা,
বেজে ওঠে হারানো কালের
অশ্রু মাখা সুরের ছোঁয়া।
সেই সুরে বাজে মা’র কণ্ঠ,
বাবার হাসি, ভাইয়ের গান,
জীবনের প্রতিটি মঞ্চে
রয়ে গেছে স্মৃতির টান।
যতই সময় পেরিয়ে যাক,
সুর থামেনি, থামবেও না,
কলের গানের সেই সুরটুকু
মনের আঙিনায় বাজে সোনা