প্রতিবাদ হবে প্রতিরোধ, আজ জেগে ওঠো,
বজ্রকন্ঠে শ্লোগান দিয়ে তুমি,মিছিলে ছোটো।
অশ্রু জলে দিতে হবে বাধ,টানতে হবে ইতি,
গড়তে হবে আজ, মানুষের মাঝে সম্প্রীতি ।

অন্যায়,অবিচার,অত্যাচার,জলুম,নির্যাতন,
গণধর্ষণের পরে হত্যা,তারা করে সমাবর্তন।
প্রতিবাদ হবে প্রতিরোধ, আজ জেগে ওঠো,
মিছিলে,শ্লোগানে,রাজপথে ফুল হয়ে ফুটো।

ভেঙে দাও দানবের বিষদাঁত,ঐ কালোহাত,
নব সূর্য উঠুক নব উদ্যমে,ঘুচিয়ে কালরাত।
প্রতিবাদ হবে প্রতিরোধ, আজ জেগে ওঠো,
এসো যুদ্ধ করো, অন্যায়ের জঞ্জাল কাটো।

ডাকছে আজ হাতছানিতে,আগামীর সুদিন,
এখনই সময় প্রতিবাদের,ভাগ্যাকাশে দুর্দিন।
প্রতিবাদ হবে প্রতিরোধ, আজ জেগে ওঠো,
স্তব্ধ আঁধার পথের আজ, চেপে ধরো টুটো।

যদি না জাগো এই যৌবনে,মরতে হবে ধুকে,
অপবাদের কালিমা,শিখা হয়ে জ্বলবে বুকে।
প্রতিবাদ হবে প্রতিরোধ, আজ জেগে ওঠো,
বজ্রমুষ্টি হাতে বন্ধ করো, অসংগতির ফুটো।