আমার বিদায়ের সময়
আসিবে যখন,
চলে যাবো বহুদূরে
থাকিবো না তখন ।।
ভুলে যেও মোর স্মৃতি
রাখিও না মনে,
ফিরে আসিবো না কোনদিন
কোন ক্ষণে ।।
তাড়িয়ে দিলে মোরে
অপবাদ দিয়ে ,
শূন্য মনে চলে গেলাম
দুঃখের বোঝা নিয়ে ।।
আমার বিদায় রজনীর
সন্ধ্যা বেলায়,
দিও,মাদুর পাতা আসরে
গন্ধ প্রদীপ জ্বালায় ।।
হয়তো বা মনে পড়িবে
আমার কথা,
দেখিও সেদিন কল্পনায়
বাস্তবে নীরবতা ।।