শিউলী ফুলের মিঠে গন্ধে,
ঘুম ভাঙে প্রভাতী সুরে,
মাখে সূর্য কিরণ সোনালী,
আলোর দিগন্তে যত দূরে।
মাটির বুকে ফুটে ওঠে,
শিউলীর মোহন ফুল,
খুব ভোরে তারা সাঁজে,
ফুলে ফুলে, গন্ধে ভরে কুল।
শিশির ভেজা ঘাসের পাশে,
শিউলী করে নাচন,
তাল মিলিয়ে বাতাসের সাথে,
মেঘের মত উড়ে এ মন।
ফুটন্ত শিউলীর মেলায়,
স্বপ্নের ডানায় উড়ি,
মনে মনে আঁকি হাজার,
রঙিন ছবির ঘুরি।
মনে পড়ে শিউলী বনের,
সেই ছোট্ট বেলার দিন,
ফুলের গন্ধে মোহিত হয়ে,
বাজাই স্বপ্নের বীণ।