শব্দগুলো ঝরে পড়ে নিঃশব্দ কান্নায়,
অশ্রুর ভাষা বোঝে না কেউ—
রাতের আকাশে জ্বলতে থাকা তারা
আমার বেদনাগুলোই বয়ে নেয়।
অভিমানে জমে থাকা হাজারো ক্ষত,
কেউ কি ছুঁয়ে দেখেছে কভু?
রঙিন দিনের আড়ালে লুকানো,
একটা রক্তাক্ত মন রয়ে গেছে রুক্ষ।
তুমি যে চলে গেলে দূর কোনো দেশে,
স্মৃতিরা তবু রয়ে গেল পড়ে,
তোমার স্পর্শহীন শূন্য এ বুক—
আজও শুধু রক্ত ঝরিয়ে মরে।