আমার বুকে আগ্নেয়গিরি ঘুমায়
বড় বিষ জ্বালা এই মনে,
বন্ধু
তাই
নির্যাতিতের কথা লিখি কবিতা ও গানে।
চোখের সামনেই শিশুরা কাঁদে
মায়ের বুক গেছে শুকিয়ে,
এ দুঃসময়ে করুণা চাইনা আমি
দু হাতের বগলে ঘৃণার বারুদ
যত্নে রেখেছি জমিয়ে।
দেবতা র পায়ে দুধের ফোয়ারা
বৃথাই যারা ঢালে,
মূর্খ এইসব দুই পায়ের প্রাণী দের কথায়
শুনেছি
ভগবান ও নাকি চলে,
তাহলে
কেউ কি দেখেছে ভগবান কোনোদিন
কোনো কালে ?
তাদের এ অলীক ভগবান
মাটি ও পাথরে গড়া,
সাধ্য কি তার ছিলো কোনোদিন
এখনো কি আছে ?
কেউ কি দেখেছে ?
আসলে সকলি মেকী ও মনগড়া।
যে শিশুর চিৎকারে
পৃথিবী ও কাঁদে
ভ্রূক্ষেপ তাতে করনা কেউ,
এমন সমাজের বুকে লাথি মারি আমি
যেখানে
কুকুর ও শিয়ালেরা ভাগাড় নিয়ে করে ঘেউঘেউ।