ঘুমিয়ে যাবার আগে
মান অভিমান
কিংবা
রাগে অনুরাগে
যদি গো আমায় তোমার
মনে পড়ে ভুলে,
একটি নিশ্বাস নিয়ো গো
দীর্ঘ করে
একাকী শয়ন কক্ষে
নিঝুম অন্ধকারে
আমি বুলিয়ে যাবো হাত
নিত্য কার মতো
তোমার এলোচুলে ।
ঘুমের ঘোরে
স্বপ্ন দেখিও
উজাড় করে
বাতায়ন খুলিও
আমি এসে দেখে যাবো
প্রেয়সী তোমারে,
রাতের পৃথিবী তাকিয়ে তোমায়
নীরবে উতলা দক্ষিণী গায়
উতলা পরান
উথলি উঠিবে
অতৃপ্ত চোখ
তোমারে খুঁজিবে
খানিক দেখিও আমায়
যদি মনে পড়ে ।