তুমি আছ বলেই আমি কাঁদি,
এখনো রাত্রি জাগি।
পাওয়ার বেদনা কুড়ে কুড়ে খায়,
স্বপ্নগুলো বাসা বাধেঁ কল্পনায় ।
তুমি আছ বলেই দূর্বাঘাসে বসে,
যেন হৃদয়ে ভাসে।
বিকেলে সোনালী রোদের আমেজে
অন্তরালে জড়িয়ে থাকো অপরূপ সাজে ।
তুমি আছ বলেই মনের মাধুরীতে,
হৃদয় খাতাতে।
রংতুলি দিয়ে আঁকাই তোমার ছবি,
আর রাত্রিতে একলা জেগে ভাবি ।
তুমি আছ বলেই ঝর্না ধারার মতো,
নদীরা কতো।
বয়ে যায় সাগর পানে,
যেন ভালোবাসার দূর্বার আকর্ষণে ।