কে তুমি ?
নিভৃতে একাকি নির্জনে ফেলো অশ্রুজল
বেদনার মাঝেও ছড়িয়ে দাও হাসির ফোয়ারা ।
নিরাশার স্বপ্ন দেখি যখন আমরা শূণ্য হৃদয়ে
সম্ভবনার দুয়ার খুলে যে দেখায় বাঁচার ঠিকানা,
সে আর কেউ নয়, আমাদের প্রধানমন্ত্রী
-শেখ হাসিনা ।
কে তুমি ?
নিজের কষ্টগুলো চাঁপা দিয়ে নিজেরই বুকে
অন্যের বেদনা তুমি দাও নিমিষেই ভুলিয়ে ।
ভালোবাসা, মায়া-মমতা, দেখাও তুমি স্বপ্ন
মৃত্যুর সময়ও যে দেয় অপার সান্তনা,
সে আর কেউ নয়, আমাদের জননেত্রি
-শেখ হাসিনা ।
কে তুমি ?
ক্ষুদার্থ মানুষের দু-বেলা, দু-মুঠো ভাত
অসহায় মানুষের সম্বল আগামীর সোনালী দিন ।
তুমি নিবেদিত প্রাণ দেশের তরে মানুষের মাঝে
যার কোমলময়ী হৃদয়ে আমরা পাই অপার সম্ভবনা,
সে আর কেউ নয়, আমাদের অহংকার বঙ্গকন্যা
-শেখ হাসিনা ।
কে তুমি ?
মানবতার প্রতিক আর্ত পিড়িতের স্তব:সঙ্গীত
বাংলার প্রতিটি প্রান্তরে তুমি অবিরাম করো বিচরণ ।
ভেঙ্গে দাও অনিয়ম উশৃঙ্খল গাও জীবনের গান
যার সুনাম পেরিয়ে গেছে কতো দেশের সীমানা,
সে আর কেউ নয়, আমাদের বঙ্গবন্ধু কন্যা
-শেখ হাসিনা ।
কে তুমি ?
আড়ালে কেঁদেছো আঁচলে মুছেছো মুখ
তবুও আমাদের বুকে নিয়েছো টেনে ।
বিশ্বকে যে করেছে জয় দেখিয়েছে মানবতা
থেকেছে যে অবিচল সুনামী,ঝড় আর বন্যা,
সে আর কেউ নয়, আমাদের দেশরত্ন
-শেখ হাসিনা ।