ডালে ফুল ফুটে নাচে
সৌরভে মোহিত,
পাঁপড়ির হাঁসি ওই
অপরূপ শোভিত

মৌমাছি উড়ে এসে
মধু খায় যত চাই ,
ছোট পাখি টুনটুনি
চুপ করে দেখে তাই।

মৌমাছি ভ্রমরের
খুব কম লজ্জা,
সরমের ভয় নাই
পাতে ফুল সজ্জা।

ভ্রমরের রূপ কালো
তবু আসে বারবার,
কুসুমের কলি ধরে
সুখ যেনো খুঁজে তার।


ফুল সব কেঁদে কয়
ছিলাম যে কুমারী,
হুল দিয়ে দুষ্টরা
ক্ষতি করে আমারি।

আমি সব দিয়ে পরে
সুখ দেই সবারে,
রূপ রস বাসি হলে
পথে ফেলে আমারে।

এতো ক্ষতি বুকে নিয়ে
আমি হই ধন্য,
যত কিছু আছে মোর
সব পরের জন্য।