বলুন দেখি মশাই
আমাদের গলায় ছুরি দেয় কেনো
গণতন্ত্রের কসাই ?
উদয়াস্ত খেটে মরি
কলুর বলদ যেমন
দেয় না খেতে খৈল ভুষি
জানতে চায় না কোনো বেটাই।
আমরা আছি কেমন
ঘানি টানি চোখ টি বাঁধা
দেখতে দেয় না কিছু,
জানতে গেলে যম রাজা
হাটে পিছু পিছু।
যাচ্ছি কোথায় কতদূর গেলাম
দেখার সুযোগ নাই,
হেটে হেটে অবশ দেহ
একটুও না টের পাই।
মূলা ঝুলিয়ে ঘুরায় শুধু
আমরাও ঘুরি পিছে,
গণতন্ত্র গোলক ধাঁধা
সবটুকু ই তার মিছে।
সংখ্যা দিয়ে অংকে র খেলা
গোঁজামিলের পাতায় ,
গোয়াল ঘরে থাকেনা গরু
লেখা শুধুই খাতায়।
গণতন্ত্রের মূল কথাটাই
ষড়যন্ত্রে ভরা,
দিনকে বানায় গভীর রাত আর
বর্ষা বানায় খরা।
চরিত্রহীন চোর বাট পারের
গলায় তাজা ফুল,
ভালো মানুষের গলায় দড়ি
পাছায় বসায় শুল।
তাইতো বলি গণতন্ত্র
কি দরকার তার আছে,
পিঠা নিয়ে বানর চড়ে
লস্বা লম্বা গাছে।