ভুলে ভরা জীবন আমার চলছে এঁকে বেঁকে,
হারিয়ে ফেলে কতো কিছু পায়না থেকে থেকে ।
ছোট্ট বেলা হারিয়ে গেছে লক্ষ কোটি ভুলে ,
কৈশোর জীবন হারিয়েছে এমনি গেছে চলে ।
বয়ঃসন্ধি আর যৌবনকাল দিচ্ছে ভুলের মাশুল
ভুলের মাঝে হারিয়ে জীবন এটাই বুঝি আশুল।
ভালোবাসা আর প্রেম হারিয়ে গেছে কবে সেই
নিস্ব আমি, একাকী আমি, শূন্য আমি যে এই।
স্বপ্ন আমার দেয়নিকো ধরা, খেলছে লুকোচুরি
ভুলে ভরা জীবন আমার তাই, খুঁজে জীবন ভরি।
যখনই যাকে ভেবেছি আপন, সেই গেছে চলে
দেখেছি তখন বুঝেছি যখন, সে আমারই ভুলে ।
সুখের স্বপ্ন গুলো সব দিয়েছি তুলে থরে-বিথরে,
কাঁদায়েছে নিষ্ঠুর কষ্ট গুলো, সব দিয়ে আমারে।
ভালোবাসা প্রেম ছিলো যে আমার শুধুই ভুল
তাইতো আজও পাইনি ঠিকানা, হারিয়েছি কূল ।
ভুলে ভরা জীবন আমার করছে শুধু হাহাকার
কি করে শোধরাবো এতো ভুল, ভাবনা তাহার ।
জীবন যৌবন আমার যায় চলে, কাল সিন্ধু পানে
আসবে কি সুদিন ফিরে আর, ভুলে ভরা জীবনে।