আমরা সবাই আজ এক প্রাণ
একই সুতোই বাঁধা,
একই স্বপ্ন সবারই চোখে,মুখে
কে কালো আর কেইবা সাদা ।।
একটি স্বপ্ন একটি নতুন ভোর
একটি আগামী একটি বিকেল
একটি চাওয়া একটি নতুন দিগন্ত
একটি জীবন একটি নতুন সকাল ।।
পৃথিবীতে যতো ইতিহাস হয়েছে
হয়তো আরো হবে,
এমনি করেই মনের মাঝে একটি স্বপ্ন
অন্তরে লালিত হবে ।।
আজ যে স্বপ্ন আমরা দেখেছি
হৃদয়ে তা করেছি ধারন,
আসুক না যতোই বাঁধা
পারিবেনা কেউ করিতে বারণ ।।
নেই কোন ভেদাভেদ
চাওয়া আমাদের একটাই,
সব বেড়াজাল ছিন্ন করে
একটি স্বপ্ন আনতে চাই ।।