সকালবেলা আকাশ ঘেঁষে,
সূর্যের আলো মেঘে মেশে,
নরম বাতাস দুলিয়ে চলে,
ঢেউয়ের ডাকে মন যে ভোলে।
সৈকতে আমি দাঁড়িয়ে একা,
সামনে শুধুই নীলের রেখা,
পায়ে লাগে বালির ছোঁয়া,
হৃদয় ভরে প্রশান্তি ছোঁয়া।
দূরে দেখি গাঙচিল উড়ে,
স্বপ্ন যেন আকাশ ঘুরে,
জলরেখার শেষ কিনারে,
ঢেউয়ের গানে মন হারায়।
খুশির ছোঁয়া জলের কণায়,
বালুকাবেলায় চিহ্ন এঁকেছি,
সময় যেন থেমে আছে,
স্মৃতির পাতায় রঙ মেখেছি।
শিশির ভেজা বাতাস বয়ে,
সাগর বুকে গল্প বলে,
তারাদের ছায়া জলে মেশে,
অজানা কোন এক ভাষায় হাসে।
আমি শুধু শুনি সেই গান,
অনুভবে আঁকি নীল সন্ধান,
সাগর সৈকতে একদিন,
বুনে যাই হৃদয়ের গান।