হে মানব সন্তান-
তুমি তো নও ভীবিত।
সৃষ্টি যত আছে ধরায়-
তোমার কাছে মস্তক নত।
কিন্তু আজ একি দেখছি হায়-
তোমার বিদিষ্ট পরিণতি।
কেন হচ্ছ আজ পথভ্রষ্ট-
বোঝা দায় তোমার মতিগতি।
এক টুকরো স্বার্থের জন্য-
নিকৃষ্ট হয়ে যায় তোমার বিবেক;
আমি নির্বাক হয়ে যাই মানব-
শুধু চেয়ে থাকি অপলক।
খুব কষ্ট হয় জান? যখন দেখি-
নর্দমার স্তুপের পাশে অবুঝ শিশুর,
অবুঝ ক্রন্দন, এক মুটো অন্নের আশায়।
কেন? শুধু হাহাকার।
ক্রোধে জ্বলে যাই যখন ওদের এড়িয়ে;
এক দল কুট-টাই পরা-
মুখোশধারী,
হিংস্র প্রাণী চলে যায়।
ওরা তো তোমারই দলের মানব...!