জনপদের একপ্রান্তে ,
সবুজ বনবিথীর বিস্তৃতির নিভৃতে,
অর্ধগোলাকার রক্তিম পূবাকাশে ,
নৈসর্গিক আবেশে ,
তুমি এসেছিলে ৷
সুদীর্ঘ যাত্রাপথে
করেছিলে বিশ্বজয় বল্গাহীন রথে ৷
নব নব সৃষ্টি ,তার নবতম সুরে ,
নব মূর্ছনায়
আজিও ,সার্ধশতবর্ষপরে ৷
তারপর -তারোপরে
সবুজ বণবীথীর বিস্তৃত নিভৃতে ,
অর্ধগোলাকার রক্তিম পশ্চিমাকাশে
চলে গেলে নিরব অস্তে ৷
নিস্প্রান জনপদে ,শোকাকুল জনপ্লাবনে ,
হারিয়েছি তোমায়
সেদিন , বাইশে শ্রাবণে ৷