তাপস চট্টোপাধ্যায়
(আন্তরর্জতিক মাতৃদিবসে এক ক্ষুধার্ত শিশুর করুণ আবেদন)
বেদম আমার ভুখ্ লাইগছে,
দোহাই মা’ রে,
এমন গল্প শোনাস্ না রে
যেখানে একটা দানাও ভাতের কথা আছে।
কি কইর্যাট বুঝাই তুরে,
খালি প্যাট টা কেমন করে
আংস্-পাংস্ করে।
* * * * * * * *
কাল পেরিয়ে এই তো সেদিন
পাশের গাঁয়ের বামুনবাড়ী
রাত দুপুরে ডাইকতে এলো
দৌড়ে গিয়ে কাটলি নাড়ী,
সবাই বইললো,
বামুনমায়ের ছোটো ব্যাটা জন্ম নিলো।
আহা! কি খাওয়ার বাহার।
দুধ সাদা ভাতের কোলে
মাখামাখি মাছের ঝোলে।
চেটে পুটে করে দিই সাবাড়।
অমন দিনটা ভুলি কেমন কইরে,
বালতি-বালতি, ঝুড়ি-ঝুড়ি ভ’রে,
ভাত আর ভাত।
যেন ঘুমিয়ে আছি
দুধ সাদা ঐ ভাতের পাহাড়ে।
দোহাই মা রে,
এমন গল্প শোনাস্ না রে,
যেখানে একটা দানাও ভাতের কথা আছে।
----- o -----