আসন পেতেছি যারে
  বরন করবো বোলে,
তবুও চোখের জলে
  প্রতি বর্ষশেষে
হারাই তাহারে।
  এরই মাঝে
বাজে তাঁর আগমনি।
  সাহিত্য, কবিতা, প্রবন্ধ
আর সংগীত মূর্ছনা।
  কিছু জানা, কতই অজানা।
তবু হয় প্রাসঙ্গিক
  যুগে যুগে জীবনে জীবনে।
আশা – ভালোবাসায়,
  শোকে-সন্তাপে,
জনমে মরনে।
  বর্ষশেষের সব গ্লানি,
তাঁর বাণী
  পাথেয় হোক নব-বর্ষবরনে।
কবি শিরোমণি
  তোমার জন্মদিনে।
    
      ---  o  ---