_____শূন্য মহাকাল
শূন্য মহাকাল,
শূন্য তুচ্ছ অতি কণা সাজিয়ে রইছে দ্যাখো
সচল মহা রণে; দিক হতে দিগন্তে পথিক পথ খুঁজে ফিরে
শূন্য ধুলি কণা শুন্যভুমি মিলে।
কিসের এত সাজ?
কিসের তোরজোড়? সবই তো শূন্য খোল নিত্য শূন্য ভরে!
কবিতার আঁচল ছিঁড়ে; শূন্য খান খান
এদিক ওদিক ফিরে শূন্য নিরিখে
অমানিশায় ঘুরে।
বাঁচিতে কত যত্ন আত্তি?
বেঘোর শূন্য কাল, শূন্যকাল বাড়ে
জীবন কাল মাগে; অতীব গোপনে শূন্য আপন টানে
আপন মায়ার টান বিষন্ন বিষম লাগে!
অতীব একা অতীব শুন্যভুমে, একেলা শুধু শুন্য মহাকালে।
১৪২৭/শরৎ কাল/৯,ভাদ্র