----------যাপিত কালে শূন্য হিসেব মিলে
ভালোবেসে পুড়ে,
প্রেম যাতনায়! দিব্বি সিকায় উঠে;
বেশ তো প্রেম এদিক ওদিক ঘুরে উদাম গায়ে।
এখানে না, সেখানে যায়
কারো না কারো প্রেম দোলায়, ইসকের সলতে
ধরিয়ে আগুন, অন্যত্র যায় হারিয়ে।
সে কি তবে প্রেম দিশা?
এখানে না ওখানে, শুধায় জনে জনে
দিশার পথে গোলক ধাঁ ধাঁ বিভ্রম নেশায় মজে
সেথায় জড়ায় যাতনা বিরহ অক্টোপাসে মতো
ঘোর কাটলে সুবোধ প্রেম
উধাও চুপিসারে।
এমনি করে প্রেম তোমায় কত দিশার ভালে?
আকাশ জুড়ে স্বপ্ন উড়ায় তোমায় মাতাল করে
কত সুখ যে সেই নেশায়?
আপ্লুত পারাবারে।
এমনি করে দিন গড়িয়ে
তুমি আমির বিভেদ বিরহে! অভিমানের ক্ষত বাড়ে
সেই ক্ষতে কষ্টের দ্বীপ জ্বলে বুকের মাঝে
ভালোবাসা নামের দগ্ধ ক্ষতের;
যাপিত কালে শূন্য হিসেব মিলে।
১৪২৬/হেমন্তকাল/ কার্তিক।