____সবকটা নিরিখে তুমি গেছো হেঁটে

একদিন তোমার বাঙ্গমীকতা
বড়ই মুগ্ধকর ছিল; কথা বলার ভঙ্গিতে যেন সব উচ্ছলে পড়ত
টোল পড়া গালে সে কি মাধুর্য?
এলে বেলে ঝলমোলানো দিনে
যেন জােছনা উঠে হেসে।

কবিতার গায়ে রং চড়াতে
এমনি তোমার সতরঞ্জি অমোঘ প্রেম, মোহে! আলোক লতার বিন্যাশে
তোমার সবুজ কার্নিশে ঝুলে রয়;
পথিক দ্রোহ বৃত্তে।
বেলা শেষে হরিদাসির পায়ের ছাপ মেঠো পথের ধুলায়
পৌষের শিশির ভেজা কুয়াশায়‍‍ বিমর্ষ বিপন্নতা কুয়াশার গায়ে
হাওয়ায় হাওয়ায় ভেসে যায়।

সবকটা নিরিখে তুমি গেছো হেঁটে
চেনা অচেনা পথের বাঁকে! মধ্যগগন ভেবে কখনো পশ্চিমে, পূবে
অমানিশায় বিরহে পুড়ে; ক্ষণকালের জীবন শত বর্ষ আগে
তুমি আসবে ফিরে সন্ধ্যাবতীর পাড়ে।

১৪২৬/পৌষ/শীতকাল।