----------তুমি সুধা সনে
তুমি সুধা সনে; যে প্রেম গাঁথে আমরণ
তারে করিতে হেলা,
যায় যে প্রাণ যখন তখন।
হেলা ছলে মান অভিমান বিরহে কাটে না সময় কাল
ধরিতে তারে প্রহরে প্রহরে,
মনোযাতনায় প্রেম অঙ্গন।
তুমি বিনে রাগরাগিনী পালিয়ে গেল মর্তোলোক হতে
বেলা শেষে গান গায় তাই,
সাঁঝের বহ্নিশিখা।
হিরণময় যাতনায় তারা খচিত রাত জেগে উঠে আঁধারে
তুমি আসবে বলে রাত অভিসারিণী,
ঘোর লাগা সুধা রসে জেগে উঠে।
তুমি তোমার রসোবোধে মজেছে যে জন
প্রেম হারা বুক যে তার শূন্য কলেবর, ভাবে পথিক অর্ণব
তবুও তোমার সুধা সনে যে প্রেম রচিনো প্রাণে প্রাণে
তারে রাখিতে বাঁধিয়া জনম জনম গেল বিরহ যাতনায়।
১৪২৬/ শরতকাল/ কার্তিক।