_____তোমার উলম্ব ইতি কথা ঝুলে রয়

বেশ তো ছিলে রসবোধের, চঞ্চল হরিণী ফিঙ্গে
সন্ধ্যাবতীর কাঞ্চন জঙ্ঘায়;
পুড়ে পুড়ে ছাই ঐ তিমির নন্দনে সাতটি তারার
নক্ষত্র পুঞ্জ।

আরশিতে ঐ, তোমার উলম্ব ইতি কথা ঝুলে রয়
তেপান্তরের মাঠ জুড়ে;
মৃত্তিকায় সোদা গন্ধ ভাসে জলজ রসে স্বপ্ন বুনে
হেমন্তের।
আনমনে তোমার মতো, থমকে যায় মেঠো পথে পথিক ঐ
বাসনার ঝুলিতে পড়েছে টান বুঝি!
আচমকা বিভাবরী প্রিয়ার অবয়ব ছুঁয়ে যায়
যাপিত কোলাহলে।

তোমার কালের মিথ, মাখে যেন শতরঙ্জির গায়ে নিত্য
জোছনা কদম গায়ে ঢালে;
সন্ধ্যাবতীর গা ধোয়া টিপ টিপ শিশির ঝরে আঁধারে
রাতভর বঞ্চনা সয়ে।

১৪২৬/ হেমন্তকাল/অগ্রহায়ণ।