_____তোমার পুঁজিত অভিশাপ স্খলনের নিমিত্ত
পুঁজিত অভিশাপে না কি রাজপুত্তুর আজ ব্যাঙ?
মাথায় মুকুট পড়ে জলে ডুবে রয়; পুরান গপ্প বলে কথা
কালের প্রমাণ যথাতথা!
এমনি ইতিহাসের পাতায় মৌনতা হয়ে
শুকনা পাপড়ি! তার গায়ের রং ছড়িয়েছে; হলুদ বর্ণ কাগজে
তোমার মতো পিত্রালয় পাঠ চুকিয়ে।
শৈশবের শৈথিল্য পাঠ ঘুচিয়ে
বেশ অভিজ্ঞতার গহন লাগা তালে; আস্থায় বেড়ে উঠা
জীবন আমল পরিবর্ধণে বেশ অগ্রগমন।
সেই রাজপুত্তুর ব্যাঙ, হয়তো তোমার পুকুরেই নিত্য
ঝাঁপাঝাঁপি করে! টের পাওনি কখনও; আষাঢ়ে তোমার
আঙিনায় দল বেঁধে আসে!
তোমার পুঁজিত অভিশাপ স্খলনের নিমিত্ত।
১৪২৬/অগ্রহায়ণ/ হেমন্তকাল।