-----শ্রাবণ বাদলে তোমার মন ভালো নেই
আজ আর লিখব না;
শ্রাবণ বাদলে তোমার মন ভালো নেই
মেঘ বালিকা যে ছুঁইয়ে ছিল তোমার
ভাবনার লাগাম।
তাই তোমার বিমূর্ত অভিমান লাজুক বৃষ্টি ছুঁইয়ে
কুচুপাতায় জল টলমল;
চাতালে কইতর বাকবাকুম বাকবাকুম ডাকে
যুগোল খুনসুঁটিতে আত্মহারা।
কেবলি কাক ভেজা বিকেল
তোমার ঝুল বারান্দায় ঘোর লাগা প্রীতি আঁকে
বিরহ যাপনে বিমর্ষ অভিমান তোমার কুন্তল
সজনে পাতার জলে ভাসে।
তাই তো শ্রাবণ বাদলে
ঘড়ির পাশে টিকটিকি বসে সময় তালে ঠিক ঠিক
নিত্য বচনে, তোমার আধেক ঘোর
শৈশব জল ভেজা বিহ্বলতা কেটে যায়।
১৪২৬/ শ্রাবণ/ বর্ষাকাল।