_____তোমার আমাতে বিভেদ
তুমি বুনো মায়াজাল
স্বপ্ন পুড়িয়ে বাঁচে;
যোজন যোজন শূন্যতা গিলে আকাশ নীল ভরে
তুমি তো সেই তুমি।
বিনির্মাণে প্রেম ছিল যত সামান্য
আকর কুরায়ে নিত্য মায়াজাল বুনা।
কল করেছে কে যেন?
অপরিচিত মুখ কথা হয় তো অবান্তর
তবুও চেনার গন্ধ আসে লাজে; কেন এমন হয়
বিরক্তিকর বটে।
তোমার বনা মায়াজাল সিথানে তোমার আকুল রোদনে কাঁদে
ফেরার পথ যে কবে ফুরালো? নাই তার টের পেলে।
আর আমি বুনি স্বপ্নজাল
বুনো স্বপ্ন চলে অবাধ স্বাধীনতায়; বাসনা নীল স্বপ্ন ছোয়ার
মরীচিকা পোড়ায় নিত্য
নিত্য পুড়ি স্বপ্ন খোরায়।
কতক পুড়ায়ে শিখা তাইতে প্রদীপ জ্বলে?
সে প্রদীপ সে তো একার
ছিন্ন কোলাহলে পথিক হাঁটার মতো
বনেদি মায়ায় টান ধরেছে বটে
নিত্য স্বপ্ন জাল গাঁথে।
বাসনা স্বপ্ন না যায়রে ক্ষয়ে হাপর টানে ক্ষণে ক্ষণে
বিরহের ঐ আচল উড়ে কেতা দুরস্ত মর্মমূলে।
১৪২৯/ আষাঢ়/ বর্ষাকাল।