_____তুমি হেঁটে ছিলে ঐ পথে

হিমালয় ছুঁয়ে নাকি আসে?
বায়ু প্রবল মায়া ভারি; চঞ্চল কুয়াশা মেখে ছুটে
তুল তুলে তুলা যেন পাপড়ি ঝরে
ঝিরঝিরে শুভ্র বরফ কুচির মুগ্ধতার!
যেন সন্ধ্যাবতী ঢাকে; ঘণ কুয়াশা প্রলেপ ছোঁয়া
সিম মাচায় বেগুনী ফুলের ডগায় ষ্ফটিক দানা
চুইয়ে পড়ে; টিপ টিপ শব্দে ঝরে শিশির
সন্ধ্যাবতীর এমন বিমর্ষ সাঁঝে!

তুমি হেঁটে ছিলে ঐ পথে
আমলকীর বন পেরিয়ে; বুনো শিউলি তলার ঘাস মাড়িয়ে
পুকুরের পাড় ঘেঁসে পদ্ম পাতায় আঁধার ঢাকে
জলমাকড়ষা হেঁটে যায়
জলের মিহি দানার ঢেউ এ; হেলেঙ্চা দল
কাদা জলের গা ঘেঁসে, টলটলে জলে ভাসে।

এমনি হাওয়ার মায়া ভারি
কাদা জলে কানি বক, ঠাই দাঁড়িয়ে মাথার পালক কাঁপে
যদি আচমকা কোন মাছ ফিরে জলের কার্নিশে।

১৪২৬/মাঘ/শীতকাল।