_____তুমি ফিরবে বলে


আজকার দিন
কাল, পরশু, এমনি করে হাওয়ার পথে যায় মিলিয়ে
যেন বাতাস ছোঁয়ার মতো
পরশে তার লেগে থাকে
সত্য শিহরণ।

এমন শিহরণ
কতক কি? হারিয়ে যাওয়ার পথে বাঁকে
পাহাড় পথে পাথর চাপায়
পঞ্চমীর চাঁদ দ্যাখো ঐ জ্বলজ্বলে
হাসির কুয়ারায় মাতে।
এমনি দিনের বিশালতায়
রাত জাগে স্বপ্ন ঘোর; দিনকে পাবার সে কি যন্ত্রণা সয়?
এমনি করে রাতের মুখোশ খুলে
বেরিয়ে আসে, প্রতীয়মান দ্বিপ্রহর
অঙ্গ জুড়ে আলোয় আলোয় মাতে
বিষম খেয়ে খেয়ে
ফুরিয়ে আসে বেলুন ফলার মতো
শিশুর মতো আঙ্গুল চুষে
লালিমায় ঢাকে।

কথায় কথায় আমার দিন জাবর কাটে
আমাকে সাক্ষি করে, আমাকেই পোড়ায়
যদি  দিন শেষে, তুমি ফিরবে বলে।

১৪২৮/ ভাদ্র/ শরৎ কাল।