______ফিরলে না তুমি


পাতা ঝরা বসন্ত দিনে
তোমার কথা যে কেন মনে পড়ে? নাঙা সজনে ডালে
ঘুঘু টি বসে থাকে সাঁঝে!

ফিরে এলো দক্ষিণা বাতাস
ফিরলে না তুমি; জাদুকর বসন্ত বেলা
লজ্জাবতীর লক লকে ডগা ছুঁয়ে পালিয়ে যায়
কাঠবিড়ালী।
চেতনার খোলসে ডুবে
যে দিন তোমার অভিমান পোড়া, স্বপ্ন ঘুঙ্গুর বাজাবে
তুমি সেদিন বুঝবে গো বুঝবে;
নতুন পাতা নতুন মুকুলের ঘ্রাণে
কস্তুরী অমোঘ নেশা! দূর হতে কেন শুধু টানে?
শঙ্খচিলের পথের আবহনে
তোমরই অন্তর্ধান যে ছক এঁকে ছিল
সুবর্ণ বসন্ত দিনে;

বইছিল সেদিন পাগলা হাওয়া
প্রজাপতির ডানায় কবিতার মেলা
ঝুল বারান্দার কার্নিশে ঝুলে আজও
তোমার বিরহের মিথ;

১৪২৬/ বসন্ত/ ফাল্গুন।