_______বুনো আরশি তুমি

এবার না হয় ঝুলবো এসো বাবুই পাখির বাসা;
ঘাস ফড়িং এর ঝাঁকে বসবো উড়ে এসো,
কাকতাড়ুয়ার  গায়ে।

এবার এসো হাঁটবে সন্ধ্যাবতীর পথে পথে
মাদার ফুলের পাপড়ি ছোড়ানো পথে এসো
বুনো রাজহংসী ডেকে ডেকে সারা পদ্ম বিলে।

এবার না হয় উড়বে ভেসে, এসো মেঘে মেঘে;
গো ধুলী সাঁঝে এসো ঐ দিগন্তের পাড় ছুঁই,
পাখিদের নকশী বুনা পথে।

ভাবনা ছাই পাশে তুমি থাক, নিত্য; নিত্য পোড়াও,
তাই তো শুধাই?
প্রকৃতির মাঝে বারং বার শুধাই?

ঐ ফুলটারে, এই বুঝি ছুঁইয়ে ছিলে তুমি;
ঐ পাখিটারে, এই বুঝি ডেকে ছিলে, দেখেছিলে সজনে ডালে;
ঐ সন্ধ্যাবতীর সাঁঝের,
এই বুঝি কইছিলে রাত গভীরে তার সাথে কি কথা?
বুনো আরশি তুমি,
চন্দ্র বিন্দু আঁকিতে এসো পড় সেই তুমি;

১৪২৭/ বসন্ত কাল/ ফাল্গুন।