_____তুমি আমি সহজাত পথের রেখার ধ্রুবক
নতুন পথে নতুন আমি
নতুন পথে নতুন তুমি;
পথ তো পথ গড়িয়ে এঁকেবেঁকে যায় কতক দূরে?
আমি তুমি সেই পথেই যে চলি
শুধুই ঘুরে ফিরে।
বাঁক ছাড়িয়ে সোজা কিছু দূর
তার পরে আবার বাঁকা পথে; পথ পেয়ে যে ধরছে নতুন সুর
তুমি আমি কালের আধার খেই হারিয়ে হেঁটেছি কতক দূর?
পিছন ফিরে দ্যাখা সবই ছিল ভ্রম, অলিক, বিষ্ময়।
তুমি আমি সহজাত পথের রেখার ধ্রুবক
ক্ষয়ে যাওয়া পাথরে রইল না তবু; পথেই রয়ে যায় সুর
মন গহিনে রইল পরে নেশার আঁকা কত কি?
১৪২৯/জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।