______নদী নাড়ী তুমি সেই
জোয়ার ভাটার নদী' বড়ই চঞ্চল
জল প্রবণতায় নিজের তীর ভেঙ্গে সারা
আবার আচমকা শুকায় জল; মর্মমূলে যাতনার শোক গাঁথা
পলির কাদা জলে কত কিছুর যে পায়ের ছাপ?
আঁকে নিভৃতে।
ঠিক যেন, নদী নাড়ী তুমি সেই
লখিন্দর ভেলায় দ্যাখো ঐ বিমর্ষ ভেসে যায়
আঁজলা ভরা জলে তোমারই মৌনতার বিবর; মিথের অম্বর
ঐ আকাশ পাড়ে, উড়ে উড়ে ঘুরে ঘুরে কুয়াশা যাপন
যদি সুবর্ণ ফিরে।
সুবর্ণ সেই তুমি, জলজ রসে
টুইটুম্বর দীঘির জলে ভাসান পদ্ম দিঘি
পাতায় পাতায় ঘুরে জল ময়ূর ছানারা; পদ্ম রাগে বিরহে পুড়ে
তোমার মৌনতা কড়া নারে, যদি ফিরে অতীত
তবে প্রেম বাঁচে চিলেকোঠায়।
১৪২৬/পৌষ/ শীত কাল।