_____যে টানে তুমি আজও

পদ্যের পেন্সিলে,
তোমারই স্কেচ নিত্য ভাঙ্গা গড়া; কার্বন পিসে
ক্ষয়ে ক্ষয়ে গড়ে উঠে বারং বার মূর্তিমান্‌
প্রসন্ন সেই তুমি।
পেন্সিলের গড়ন ভেদে
এদিক ওদিক ত্রিকোণ জ্যামিতিক অবয়ব; বৃত্তের ভিতর
নিত্যনৈমিত্তিক আঁচর টেনে রও
বিমর্ষ, নির্লিপ্ত।
যে টানে তুমি আজও
বৃত্তের বিন্দুতে রও
কোজাগরি জোছনা সমেত; বাতাসে বসন্ত ঊর্মি
জলে ঢেউ দোলা লজ্জাবতী শিহরণ
কাগজে কার্বন পিসে জেগে উঠে
সেই তুমি।

তোমার খসড়া স্কেচ এ
ভরেছে অতীত; কত, কত কাল পাথর চাপায়?
রইবে পরে তোমারই প্রেম যাপন।

১৪২৬/অগ্রহায়ণ/হেমন্তকাল।