_______ও মন মনরে তুই
মন এত অস্থির কেন হই?
মেঘের সুতোয় নাটাই ঘুড়ির তরে
যেথায় যেমন ছুটে পাগলা হাওয়ার মাতাল নেশায়
মেঘে মেঘের ছায়া তলে।
মেঘ ছুঁয়েছে ঐ শঙ্খচিলের ছায়া
কতক ঘুড়ি উড়ে সেথায় জটলা পাকায় মায়ায়
শূন্য হাত শূন্য সুতোয় টান; ভোঁ-কাট্টা সদল বলে উড়ছে
হেলেদুলে সর্বনাশ ঐ সুদূর পাড়ে।
ও মন মনরে তুই
উড়বি যবে দল ছুটা ঐ শঙ্খচিলের পথে পথে
শূন্য মহাল শূন্য আঁধার গভীর শূন্য মহাকালের পথের দিকে
ও মন মনরে তুই যাবি রয়ে সয়ে।
ও মন মনরে তুই
যাদুর চেরাগ লয়ে মনে রইলে পড়ে স্বপ্নভ্রমে
নির্বাণে ঐ সুখের মাতম জ্বলে পোড়া ঐ সর্বনাশে
পোড়া ক্ষতে জল পড়ে ঐ আশ্বিনের স্বজন মেঘের।
১৪২৮/আশ্বিন/শরত কাল।