---পারিজাত কুস্তুুরি মিথ
সে দিন কাশ বনে
মেঘ এসে ছিল, ধবধবে সাদা বসনে
জোছনার খুনসুটি রাতভর
কবিতার পর কবিতা পাঠে অমরত্ব বুনে যায়
শরতের ঐ রাত্রি;
সে দিন সে ছিল বলে
অমরত্বের ঐ রাত্রির, কবিতার খোয়াব নামায়
লেখা হয়; পারিজাত কুস্তুুরি মিথ
যার নেশায় জীবন ছুটে চলে
যাপিত কাল ছুঁয়ে ছুঁয়ে;
সেই স্বর্ণচূড় মোহ জীবনের সাথে রয়
আত্ম কথার অতীত টান টান মহীরুহ
জীবন জঁপে বেঁচে রয়।
ঐ রাত্রি বেবস বাসনার ক্রন্দন
ক্ষয়ে ক্ষয়ে চুইয়ে চুইয়ে অমরত্বের শিরদাঁড়া
নিত্য সিক্ত করে; বাসনা মঙ্গল।
১৪২৫/ শরতকাল/ আশ্বিন।