---অপেক্ষায় ক্ষয়ে ক্ষয়ে মৃত্যুসমন

যাপতি জীবন মৃত্যুর অপেক্ষা সয়ে সয়ে
যাপিত কাল বয়ে চলে জলের স্রোতের মতো
সেই স্রোতে এ ক্ষয়ে ক্ষয়ে শৈশব কৈশোর যৌবনের উদ্ভাস
পল্লবিত প্রক্ষালন একদিন মহীরুহ!

সেই মহীরুহ,
আচ্ছন্নতা ছেড়ে সর্বংসহা অপেক্ষায় ক্ষয়ে ক্ষয়ে
সন্তাপে, প্রতাপে, দ্রোহ, বিদ্রহে,
অঙ্কিত যাপিত কাল; উদাস আকাশে চেয়ে রয়
দুঃসহ অপেক্ষার যাতনা খসে পরে নক্ষত্র বিলাপ;

কদাচিত অতীত জপে বিষম দীর্ঘশ্বাসে
বাঁচার প্রত্যয় খুঁজে সুদূর বায়ু প্রলয়ে
মৃত্যু অপেক্ষা সেই তরল হাওয়া
শুকিয়ে আসে প্রমথ গুনে গুনে
সে কি নির্ভরতা, অপেক্ষার? যাপিত জীবন ভর_,
অপেক্ষায় ক্ষয়ে ক্ষয়ে মৃত্যুসমন


১৪২৫/ আশ্বিন/ শরৎকাল।