_______ নতুন পথের বন্দনা

নতুন কিছু,
নতুন পথের বন্দনা
কইতে কথা হেমন্তের হাওয়া যায় বলে যায়;
বড়ই চঞ্চল আনমনা। তুমি ছিলে না তাই হেমন্তের  ক্ষেতে
বিরহী ডাহুকী ডেকে ডেকে সারা, যায় বেলা যায়;
বারে বারে হয় বেভুল।

ঘাস ফুলে পথ ছেয়ে গেছে হেমন্ত ঘন আবেগে
তুমি ছিলে না তাই উঠুন জুড়ে, চড়ুই ভাতির জলসা বসে
সন্ধ্যাবতীর সাঁঝে। খোলা জানালায় মাকড়সার জ্বাল বুনে
অভিমানী হাওয়ায় তির তির কাঁপে;
জাল স্বচ্ছ নেতিয়ে পড়ে গায়ে, কথার জালে পুঁই মাচা
কেন জানি সেঁধিয়ে যায় তার নিজের ভিতর।

পথে পথ হারিয়ে সন্ধ্যাবতী মিহি দানায় মিশে যায় সাঁঝে
সন্ধ্যা তারা ডুবে গেলে; আর ফিরে না সে, ডাহুকীর অপেক্ষার রাত্রি
অবনী তার রাত সাজায় তার মতো করে
যদি ফিরে আসো তুমি, সন্ধ্যাবতীর পথে।

১৪২৮/কার্তিক/হেমন্তকাল।