---ভাবনা বাঁধে পাপপূণ্য
ভাবনা, সে তো ভাবনা কি?
প্রকারই বা কি, আর কি ভাবনা?
ভাবুন এবার! পথিক মাথা ঠুকে ভাবনা ভাবে
সে তো আরও কত কি সাত সমুদ্র?
আকাশ নীলে আসমান কত বড়! মহাশূন্য এক সসীম জোড়া
নীলের আঁধার মরীচিকা মায়া।
ভাবনা! সে তো জন্ম মৃত্যু
কৈশোর যৌবন কোন সে ভাবনায় মজে! পথিক মুচকি হেসে
ভাবনার কোলাহলে জীবন জোড়া
কে তারে যে বাঁধে? সে তো লাগাম ছাড়া
কেউ ধরে কি টেনে?
ভাবনা বাঁধে পাপপূণ্য, জীবন জুড়ে রয়
জীবন সে তো বাড়তে বাড়তে ঔষধি গাছ হয়;
পথিক মজে পথের ভাবনায়
ভাবনার স্মৃতির না কি বড়ই খরা?
আহাম্মক সে ভাবনা বটে!
পথিক মিট মিটে চায়; মৃত্যু তারে নিয়েছে টেনে
ভাবনা কোথায় যায়?
১৪২৫/ অগ্রহায়ণ/হেমন্তকাল।