______আসবে বলে এই বসন্তে
সন্ধ্যাবতীর পথের ধারে মাদার ফুল ঝরে
ধুলি মাখা দক্ষিণা বাতাস
তোমার যত অভিমান
বইয়ে আনে।
কাকতালিও বৃষ্টি এলো এমন বসন্ত দিনে
তোমার সন্ধ্যাবতীর গাঁও
ঝুপুরঝাপুর ভিজিয়ে গেল
তোমার অভিমান।
সন্ধ্যাবতীর উছল বায়ু ঝন ঝনিয়ে গায়
তোমার পায়ের আলতো ছোঁয়া
ধুলো খুঁজে পায়।
কবে তুমি বিমুখ হলে? সন্ধ্যাবতীর তরে
আসবে বলে এই বসন্তে
কথা দিয়ে ছিলে।
পুব সকালে আলোর মিছিল সন্ধ্যাবতী জ্বলে
দিন ফুরাইলে যায় গড়িয়ে
সাঁঝের অভিমানে।
=====মায়ার তৃঞ্চার আকুলতা
যেতে চাই ফিরে,
সন্ধ্যাবতির সাঁঝে নরম আলোর গন্ধমাখা
পরম মায়ার টান;
মা যে আমার হারিয়ে গেল
সেই সন্ধ্যাবতীর সাঁঝেই!
তাই তো আজ দুখী বড়ই
আত্মজা হারা ভুবন চিল; ঘুরে ঘুরে উড়ে উড়ে জল ছুঁই
মায়ার তৃঞ্চার আশ মিটে কই?
বাতাস ছুঁই
জল ছুঁই, কাঙাল জোছনার বিভাস ছুঁই
আঁধারে জোনাকির আলো ছুঁই
শিশির ভেজা লাউ ফুল ছুঁই
মায়ার তৃঞ্চার আকুলতা
মিটে কই?
১৪২৬/বসন্ত কাল/ ফাল্গুন।