______বুঁনো হাঁসের প্রণয় মিছিল
সাদা মেঘের ভেলা
বাতাসে ভাসে; নীল আকাশ চাতালে
নীলের গায়ে সাজে থরে থরে মেঘমালা
যেন আকাশ ছুঁয়েছে ঐ দিগন্তে!
বাতাসে উড়ে
বুঁনো কাশফুল চরের সবুজ কাশবনে
ধুঁ ধুঁ ঐ বালুচরে; কোথা ও কেউ নেই, কেউ নেই
আকাশের ঐ নীল যেন টানে!
বুঁনো হাঁসের প্রণয় মিছিলে
সাঁঝের আবির ঢালে; আকাশের গায়ে
এঁকেছে দ্যাখো মেঘেদের বনানী
সেথায় ঘেঁসে পাখি যায় উড়ে ঝাঁক বেঁধে
মেঠো পথের সিঁথান ছুঁয়ে;
যায় যেন বিলি কেটে কেটে।
দল ছুট বুঁনো হাঁস ঐ আকাশ নীলের সিঁথানে
একা একা ডেকে ডেকে সারা!
বিরহ তোমারই মতো আঁচলে মুখটা ঢাকা
মেঘেদের ঘন কুয়াষার আঁধার।
১৪২৭/১ আশ্বিন/ শরৎ কাল।