-----কে তুমি

কে তুমি
দক্ষিণা বাতাসে নীল আকাশের
স্পর্শ বুলাও
রঙিন ঝালরে
বসন্ত বাহার যেন নেতিয়ে পড়া
নির্জীব কোলাহলে
জাগিয়েছো;

মর্মর বেদনা ভুলিয়ে
স্বপ্ন ছোটা দিলে ছুঁয়ে
হেলে দুলে দুলে উঠে লজ্জাবতীর ফুল!
কাঠবিড়ালীর রাঙা চঞ্চলতা
আবহনে ডাকে তোমায়
বিন্দু বিন্দু শিশির মুছে যায়
এই তো কদর্য
ব্যথা ভুলেছে বেশ
কষ্ট যত বুকে আঁটে
মুচকি হাসির দোলা
আহা রে বিনে সুতার মালা!

কত দিন বেঘোর?
লকিয়ে শরীর উভচর বলে
শীত যাপন;
তোমার বিনিদ্রার মতো
গল্পগুলো ছুটে বেড়ায়।

১৪২৫/২১ ফাল্গুন/ বসন্তকাল।