---মৃত্তিকা তলে শুভ্র কাফন

থাকছ কই? পৃথিবীর নামের মৃত্তিকা সদন
জন্মসুত্রে জন্মভূমি পাওয়া; সেথায় মায়া ভরা
আলো আঁধারে দিব্য হিসাব নিকাশ!
বিবেক বুদ্ধির লাগাম ধরে টানে
পাপ পুণ্য বেড়ে উঠা,,

স্বাধীন বিবেক বুদ্ধির রসি ধরে, পথিক চলে পথে
সেই পথ ভারি আঁকাবাঁকা; নন্দন রূপে ধায়
নন্দন রূপে পাপের আঁধার পথ আটকে রয়
তবুও পথিক পথ হাঁটে উড়িয়ে ধুলা
বালিয়াড়ি এসে ঢাকে পথের মর্ম ঘ্রাণ,,

পথে হেঁটে হেঁটে পথিকের যৌবন হল সারা
বিবেক বুদ্ধির অমোঘ সুধা পানে
বাড়ছে বয়স পথে হেঁটে হেঁটে! হটাৎ থমকে যায় পথ
পথিক পদতলে নেতিয়ে পড়ে ধুলায়,,
থাকবে কোথায়?
পথিকের এবার নিঃস্ব হবার পালা
বিবেক বুদ্ধি বেবশ আজ, কয় না কথা কোন?
সবাই মিলে, মৃত্তিকা তলে শুভ্র কাফন!

১৪২৫/অগ্রহায়ণ/হেমন্তকাল।