______পথে যেতে যেতে মগ্নতা ঘুচে যায়
পথে যেতে যেতে মগ্নতা ঘুচে যায়
বাসনা গুলো স্তুতি হারালো, প্রকৃতির নানা অনামি অবয়ব
সমুখে আমার! বিভ্রান্তির কাঙাল যেন;
কেউ বা নুয়ে পড়ছে
কেউ বা থমকে আছে
কেউ বা যেতে যেতে পিছে ফিরে
চেনার একখান প্রবাদ গুনে
অমুকের সমুকের কে জানি কে
চেনার সূত্র ধরে টানে!
খেয়া মাঝির পথের পাথেয় যেন;
সময় কে খুঁজে ফিরে
কবে কোথায় যেন? বেড়িয়ে আসে অকপটে
কত দিন পর এলে এ পথে?
সেই যে গেলে আর ফিরলে না
পথের মোচর ঘুরেছে এখন
প্রত্যহ নতুন আলখেল্লা পথ যে বয়ে যায়;
কিন্তু আমি তুমির বিষম যাতনা,
শিশির ভেজা মাকড়ষার জ্বালে দিব্বি গেঁথে রয়
রৌদ্র তাপে শুকায় আবার মেঘ জলে ভিজে
কতক নন্দন ছায়া উড়ে উড়ে আসে,,,
১৪২৫/ ফাল্গুন/ বসন্ত কাল।