_______যা ইচ্ছে তাই
যা ইচ্ছে তাই
বৃষ্টির মতো ঝর ঝর নেশায় তেপান্তর ছাড়িয়ে
বনবাদাড়ে ছুটে বেড়ায়।
জলের র্নিমোহ বাসনা
বৃক্ষের তৃঞ্চা ছুঁয়ে উল্লাস করে;
পাতায় বিন্দু বিন্দু জলের প্রদাহ মাখা হাওয়া
খেলে যায় মগ্নতায়।
যা ইচ্ছে তাই
বাতাসের মতো বয়ে চলার নেশায় দূর হতে দুরন্তে
ছুটে বেড়ায় অহমিকা।
বয়ে চলা তাবড় আঁতুড় ঘর
নদীর ভ্রম কেটে আড়মোড়া ভাঙ্গে;
বয়ে চলা স্রোতেরও নেশায় অমানিশা প্রহর পেরিয়ে
জোয়ারে জোছনায় ভাসে।
যা ইচ্ছে তাই
তোমার অভিমানের মতো বিদ্রুপের কাল
যেতে যেতে থমকে যায় পথে।
বিদ্রূপের কাল ছিল,
বেশ আক্রোশে; অভিমানের স্মৃতি
বার বার আঁধার আলপনা আঁকে, মেঘের পর মেঘ জমে
সুবর্ণ ঐ আকাশ নীলের গায়।
আজ ৯ ভাদ্র ১৪৩০