-------কইবার কথা ছিল
কইবার কি কথা ছিল তার?
যায়নি জানা আজও খরায় পোড়া দুর্বাডোগা যেন
উঠছে জেগে বসন্ত কোলাহলে!
বার বার সময় ফুরালো
করতলে ছিল যে প্রবাহমান আঁকা চিহ্ন
আজ তা বদলে গেছে; ক্ষয়ে যাওয়া সময়ে
যেমন হাওয়ার বুকে মাড়িয়ে যাওয়া মেঘ;
উড়ে যায় দর্প ভরে!
এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুঁয়ে
অভিমানে বসত বাঁধে ঐ দিগন্ত পাড়ে
মেঘের মতো তুমিও হলে অভিমানে পরবাসী
তাই তো কইবার যে কথা ছিল
তা আজ মেঘে মেঘে বাতাস সনে
অদম্য কোলাহলে ছুটে বেড়ায়;
যায় সমুখ দিয়ে প্রত্যহ তিয়াস লয়ে।
সে তৃঞ্চা মিটেছে কি এ জনমে?
সময় কালের বদলে বদলে
আক্ষেপ ক্ষয়েছে; সুবাস তলে আর গন্ধ না মিলে
যা ছিল ঘটে,সুবোধ মৃত্তিকা সনে সয়ে যায় নীরবে
নিষ্ফলা আক্ষেপ পাঁজরে চেপে।
১৪২৫/ চৈত্র/ বসন্তকাল।