______কিসে পাপ? মুক্তি
জীবন সে তো হাওয়ার ঘোর গড় গড়িয়ে যায়
মেঘ ধেনু ঐ আকাশ নিলে স্বপ্ন গুলান যায় মিলিয়ে।
ঘোরের বাঁকেই জীবন সুধা! হাওয়া গায়ে মাখা
চন্দ্রাবতীর প্রেম ছিল যে; মিথ বুননে গাঁথা।
কালে কালে কত কথা? সর্বজনীন খাপ ছাড়া
নদীর মোহনায় তো মিশে জল! একাকার রং ছাড়া।
মোহ মায়া আবেগ ঘোর; শরীর গুনে পোষে জোর
একাকার ঐ রং ছাড়া! কোথায় থাকে বেবস বিভ্রম?
বিভ্রমে যে বড়ই ঘোর, আগল খোলা পাপের দোর
মনের নিক্তি কিসে বাঁধা? পাপ পুণ্যের হিসেব জোর।
পদ স্খলন বিষম ঘোর দেহ ঘরে পাপ জমে ঐ
কি সে মিটে পাপ? পথিক জনা; রং লাগা যে ভবের হাট।
পুণ্য বটে সরেস সদা! বিবেক ঘটে বাস করে
মাপন কাঠির কোন দিকে যে পাপ-পুণ্য বিরাজ করে?
আজ ২৬ বৈশাখ ১৪৩০